দ্বৈরথ
লিখেছেন লিখেছেন মামুন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৩৮:৫১ সন্ধ্যা
দ্বৈরথ
------
তোমায় যখন বলি 'শুভসকাল'
পুরা দিনটিই কেমন ঝলমলে হয়ে যায়!
যদিও আকাশ রয়েছে মেঘলা এই প্রভাতে।।
তোমার সাথে বলা কথাগুলো
যেন কবিতার এক একটি স্তবক!
ছন্দবিহীন হয়েও কেটে যায় সারাবেলা।।
তোমায় না ভাবলে নিঃশ্বাসগুলো
দম আটকে মরতে বসে!
চিন্তার স্নায়ুরা যেন নেতিয়ে পড়া পুঁই লতা।।
কখনো লজ্জাবতীদের নেতিয়ে পড়া দেখেছ?
আপাদমস্তক লজ্জার ঘোমটায় ঢেকে যেন এক
নির্লজ্জ ঢঙের লাজুক প্রতিচ্ছবি।।
তোমাকে ছুঁয়ে দিলেও কি এমনি নুয়ে পড়?
অনুভব করতে পারো কি পুঁই আর লজ্জাবতীদের
নেতিয়ে পড়ার সেই রহস্য নিজের ভিতরে!!
মাঝে মাঝে ভাবি নিজে লজ্জাবতী হই
রাজ্যের লজ্জা নিয়ে রঙিন হয়ে উঠি! এখনতো সব ঢং
আর হৃদয়ে রঙের বড্ড অভাব।।
কখনো মনে হয় তোমাকে ঐ
লজ্জাবতীদের ভিতরে রেখে আসি। আর আমি
বাতাস হয়ে তোমাকে ইচ্ছেমতো ছুঁয়ে ছুঁয়ে যাই।।
লজ্জারা মিছিল করে এসে ভীড় করুক তোমাতে
যাতে সাত রঙে রাঙ্গাতে পারো নিজেকে!
এখন তো স্বভাব রঙে রঙিন হওয়া খুবই টাফ।।
যা দেখি আশেপাশে, সবই তো ঢং
জোর করে লাজুক হবার অপচেষ্টা!
সত্যিকারের লজ্জায় হেলে পড়তে জানে ক'জনা?।
তোমার সাথে কথা বলতে এত্তো ভালো লাগে
ভালোলাগার ভেতর দিয়ে খারাপ লাগাগুলো দৌড়ে পালায়!
দিকভ্রান্ত আমার সবদিক দিয়ে শুধু তোমাতেই অবগাহন।।
চিন্তা-ভাবনাকে সব ছুটি দিয়ে দাও
চলো লজ্জাবতী হই! হৃদয়ের দু'পাশে সারি সারি তুমি
যেন কাঁটাহীন লজ্জাবতীর ঝোপ।।
আর আমি তোমার উপর দিয়ে বয়ে যাওয়া এক মাতাল সমীরণ,
যেন দিকভ্রান্ত এক দিশেহারা নাবিক!
বলো কীভাবে চাও? তোমায় সেভাবেই হেলিয়ে দেই!
বিষয়: সাহিত্য
৭৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাসিকা থেকে বেরিয়ে আসে স্বস্তির নিঃশেষ ,
ভালো লাগলো ধন্যবাদ
জাজাকাল্লাহু খাইর।
সাথে থাকার জন্য শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
শুভেচ্ছা রইল।
ভালো থাকবেন।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
"তোমায় না ভাবলে নিঃশ্বাস গুলো-
দম আটকে মরে যেতে বসে!
চিন্তার স্নায়ুরা যেন নেতিয়ে পড়া পুই পাতা।"
অন্য রকম এক অনুভূতিরা দোলা দিয়ে যায় আপনার কবিতায়। অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো..........
অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন