Rose Good Luck দ্বৈরথ Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৩৮:৫১ সন্ধ্যা



Roseদ্বৈরথ

------

তোমায় যখন বলি 'শুভসকাল'

পুরা দিনটিই কেমন ঝলমলে হয়ে যায়!

যদিও আকাশ রয়েছে মেঘলা এই প্রভাতে।।

তোমার সাথে বলা কথাগুলো

যেন কবিতার এক একটি স্তবক!

ছন্দবিহীন হয়েও কেটে যায় সারাবেলা।।

তোমায় না ভাবলে নিঃশ্বাসগুলো

দম আটকে মরতে বসে!

চিন্তার স্নায়ুরা যেন নেতিয়ে পড়া পুঁই লতা।।

কখনো লজ্জাবতীদের নেতিয়ে পড়া দেখেছ?

আপাদমস্তক লজ্জার ঘোমটায় ঢেকে যেন এক

নির্লজ্জ ঢঙের লাজুক প্রতিচ্ছবি।।

তোমাকে ছুঁয়ে দিলেও কি এমনি নুয়ে পড়?

অনুভব করতে পারো কি পুঁই আর লজ্জাবতীদের

নেতিয়ে পড়ার সেই রহস্য নিজের ভিতরে!!

মাঝে মাঝে ভাবি নিজে লজ্জাবতী হই

রাজ্যের লজ্জা নিয়ে রঙিন হয়ে উঠি! এখনতো সব ঢং

আর হৃদয়ে রঙের বড্ড অভাব।।

কখনো মনে হয় তোমাকে ঐ

লজ্জাবতীদের ভিতরে রেখে আসি। আর আমি

বাতাস হয়ে তোমাকে ইচ্ছেমতো ছুঁয়ে ছুঁয়ে যাই।।

লজ্জারা মিছিল করে এসে ভীড় করুক তোমাতে

যাতে সাত রঙে রাঙ্গাতে পারো নিজেকে!

এখন তো স্বভাব রঙে রঙিন হওয়া খুবই টাফ।।

যা দেখি আশেপাশে, সবই তো ঢং

জোর করে লাজুক হবার অপচেষ্টা!

সত্যিকারের লজ্জায় হেলে পড়তে জানে ক'জনা?।

তোমার সাথে কথা বলতে এত্তো ভালো লাগে

ভালোলাগার ভেতর দিয়ে খারাপ লাগাগুলো দৌড়ে পালায়!

দিকভ্রান্ত আমার সবদিক দিয়ে শুধু তোমাতেই অবগাহন।।

চিন্তা-ভাবনাকে সব ছুটি দিয়ে দাও

চলো লজ্জাবতী হই! হৃদয়ের দু'পাশে সারি সারি তুমি

যেন কাঁটাহীন লজ্জাবতীর ঝোপ।।

আর আমি তোমার উপর দিয়ে বয়ে যাওয়া এক মাতাল সমীরণ,

যেন দিকভ্রান্ত এক দিশেহারা নাবিক!

বলো কীভাবে চাও? তোমায় সেভাবেই হেলিয়ে দেই! Rose Good Luck

বিষয়: সাহিত্য

৭৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267187
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
কাজী লোকমান হোসেন লিখেছেন : তোমায় যখন বলি শুভ-সকাল হে বাংলাদেশ .
নাসিকা থেকে বেরিয়ে আসে স্বস্তির নিঃশেষ ,
Cook Cook Cook Cook

Rose ভালো লাগলো ধন্যবাদ Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০০
211137
মামুন লিখেছেন : আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ। সুন্দর অনুভূতি রেখে গেলেন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
267262
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৪
ফেরারী মন লিখেছেন : এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০০
211138
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
সাথে থাকার জন্য শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
267274
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : লিখুন, আরও লিখুন, মন ভরে লিখুন।
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০১
211139
মামুন লিখেছেন : সাথে থাকবার জন্য মিজান ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
ভালো থাকবেন।Happy Good Luck
267322
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন ভরে যায় সুবাসে তাহার
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০১
211140
মামুন লিখেছেন : আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
267327
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৮
কাহাফ লিখেছেন :
"তোমায় না ভাবলে নিঃশ্বাস গুলো-
দম আটকে মরে যেতে বসে!
চিন্তার স্নায়ুরা যেন নেতিয়ে পড়া পুই পাতা।"
অন্য রকম এক অনুভূতিরা দোলা দিয়ে যায় আপনার কবিতায়। অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো.......... Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০২
211141
মামুন লিখেছেন : শুভ কামনা আপনার জন্যও।
অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File